নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: জগাছা থানার অন্তর্গত আরু পাড়ায় উত্তেজনা। এক সপ্তাহ ধরে বেলগাছিয়া ভাগার এর জঞ্জাল অপসারণ করার সময় হাওড়া আরু পাড়ায় নতুন ডাম্পিং গ্রাউন্ড শুরু করার সময় স্থানীয়দের বিক্ষোভ, কাজে বাধা।
পুলিশের সাথে বচসা স্থানীয়দের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মায়লার গাড়ি। বেলগাছিয়া ভাগাড়ের পরিবর্তে আরু পাড়ায় পরিত্যাক্ত এলাকায় আবর্জনা ফেলতে গেলে বাধে গন্ডগোল। পরে কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে চলে যায় বলে জানা যায়।