নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: পাচারের আগে গাঁজা উদ্ধার করল এস টি এফ । কোচবিহারে বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ ভ্যান আটক করে এসটিএফ। এরপর সেই পিক আপ ফ্যান থেকে প্রায় ৩৫৪ কেজি গাজা উদ্ধার হয়।
মোট ৩৭ টি কার্টুনের মধ্যে এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রের খবর অনুযায়ী কোচবিহারের আকরাহাট সংলগ্ন এলাকা থেকে এই গাজা নিয়ে চিলাখানার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি। এর পিছনে কোন চক্র রয়েছে বা আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানা এবং এসটিএফ।
এই ঘটনায় রিকু হোসেন নামে মারুগঞ্জ এলাকার পিকআপ ভ্যানের চালক কে আটক করা হয়েছে।