নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: অবাক করা কান্ড।কেউটে সাপ সহ অন্যান্য কামড়ে আক্রান্ত হলেন ৪ জন।আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার। পেশায় একজন অভিনেতা।মনসার ভাষান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা-গুণীন। পরে বেগতিক বুঝে হাসপাতালে।
চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবী ,শৌচালয় করার জন্য মাঠে যেতেই বামহাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবী,মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সেই সাপ কামড় দেওয়ায় জখম হয়।
অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার অন্তঃস্বত্বা বধু অর্পিতা সরদার।তাঁর হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে বধুকে উদ্ধার করে। একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়।
অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধূকে কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে জয়নগরের ধোষা গ্রামের রাজদীপ মন্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয়।তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।