নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার বড়গাছি এলাকায় এক ব্যক্তি শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন।
বৃহস্পতিবার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতের নাম পরীক্ষিত দেবনাথ। কিছুদিন আগে তাঁর পায়ে একটি অস্ত্রোপচার হয়,তার পর থেকেই তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।এই ঘটনায় পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।
পরীক্ষিত দেবনাথের একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।