গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণের মন্দিরের আদলে এক নতুন মন্দির নির্মিত হয়েছে। বৃহস্পতিবার, এই নবনির্মিত মন্দিরের অভিষেক অনুষ্ঠান মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৮,মার্চ :: পূর্ব বর্ধমানের রায়নার বুজরুকদিঘী গ্রামের বহু প্রাচীন আরাধ্যা দেবী মা রক্ষা কালীর মন্দিরটি ছিল ভগ্নদশা।

তাই গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণের মন্দিরের আদলে এক নতুন মন্দির নির্মিত হয়েছে। বৃহস্পতিবার, এই নবনির্মিত মন্দিরের অভিষেক অনুষ্ঠান মহা সমারোহে সম্পন্ন হয়েছে।

অভিষেক উপলক্ষে সকাল থেকেই গ্রামের মহিলা ও পুরুষদের সম্মিলিত উদ্যোগে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সারাদিন ধরে চলে বিশেষ পূজা-অর্চনা ও হোমযজ্ঞ।

মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উদ্যোক্তারা প্রায় সাড়ে তিন হাজার মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করেন। এই অনুষ্ঠানে এলাকার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রামবাসীদের মতে, মা রক্ষা কালী বহু যুগ ধরে বুজরুকদিঘী গ্রামের রক্ষাকর্ত্রী। তাঁর আশীর্বাদে গ্রাম সর্বদা শান্ত ও সমৃদ্ধ থাকে। জরাজীর্ণ মন্দিরটির পুনর্নির্মাণের মাধ্যমে, গ্রামবাসী মায়ের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেছেন।

নতুন মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি গ্রামের মানুষের ঐক্য ও সংহতির প্রতীক। এই অভিষেক অনুষ্ঠানটি বুজরুকদিঘী গ্রামের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ, আজ মায়ের মন্দির এক নতুন রূপে সেজে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =