ঘাটাল মাস্টারপ্ল্যানে জমি দাতাদের নিয়ে মিটিং হল ঘাটালে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: সোমবার ৩১,মার্চ :: ঘাটাল মাস্টারপ্ল্যানে জমি দাতাদের নিয়ে মিটিং হল ঘাটালে। ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ধারে একটি পাম্প হাউস তৈরি পরিকল্পনা রয়েছে।তা তৈরি করতে প্রয়োজন জমি, তাই সেই এলাকার জমির মালিকদের নিয়ে বৈঠক করা হলো, ঘাটালের তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ে।উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, ঘাটালের চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল ও ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ মাঝি।

পাম্প হাউস কিভাবে গড়ে তোলা হবে এবং কি পদ্ধতিতে সেখানে জল স্টোরেজ হবে বা জল কিভাবে ছাড়া হবে বিস্তারিত আলোচনা করা হয়।সবকিছু বিচার বিবেচনা করে সেখানে উপস্থিত জমির মালিকরা জমি দিতে ইচ্ছা প্রকাশ করেন। প্রাথমিকভাবে সম্মতিপত্রে সই করানো হয়েছে।

ঘাটাল মহকুমা শাসক বলেন সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের মধ্যেই পাম্প হাউসেরও কাজ শুরু হয়ে যাবে। দুই একরের বেশি জমি লাগবে বলে তিনি জানান। ইচ্ছুক জমিদাতারাও বলেন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল বাসির জন্য দীর্ঘদিনের স্বপ্ন যা বাস্তব রূপ নিলে নতুন প্রজন্মে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই তারাও রাজি হয়েছেন জমি দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =