নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডুয়া :: সোমবার ৩১,মার্চ :: পান্ডুয়া কলবাজার জিটি রোড চলছে বহু পুরনো ঐতিহ্যবাহী ঈদের নামাজ। আজ খুশির ঈদ। সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে পান্ডুয়া কল বাজার জি টি রোডে শুরু হয়েছে বহু ঐতিহ্যবাহী পুরনো ঈদের নামাজ।
বলা হয় পশ্চিমবাংলায় কলকাতা রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম নামাজ এই পান্ডুয়া কল বাজার জিটি রোডের নামাজ।যেখানে পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ একত্রে বসে নামাজ পাঠ করে। সেই উপলক্ষে সকাল সাতটা থেকে জি টি রোডে ছিল নো এন্ট্রী। সকাল সাড়ে নটা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকবে জি টি রোডে।
হুগলি জেলা পুলিশ গ্রামীনের পক্ষ থেকে এদিন ঈদ উপলক্ষে যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনায় এরাতে ছিল কড়া পুলিশী নিরাপত্তা। উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র।
নামাজ শেষে এদিন এখানে নামাজ পাঠ করতে আসা সকলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ।