তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৩১,মার্চ :: কর্তব্যে গাফিলতি, তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকেএই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন নিরজ্ঞন বাবু বর্ধমানের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেসকর্ণারে।শুক্রবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক বিজয় চন্দ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই বর্ধমান রাজ কলেজে অধ্যক্ষকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। কলেজের উন্নয়নমূলক কাজ থমকে থাকার অভিযোগ তুলে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা।

তাদের দাবি ছিল, অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আটকে রেখেছেন। অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল অবশ্য পাল্টা অভিযোগ করেন যে, পরিচালন সমিতি অর্থ ছাড় না করায় উন্নয়ন থমকে আছে এবং তিনি নিজেও ছাত্রদের দাবির সঙ্গে একমত।

এই মতবিরোধের ফলে অধ্যক্ষ ও পরিচালন সমিতির মধ্যে টানাপোড়েন চলতে থাকে, যার জেরে একাধিকবার কলেজে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশি হস্তক্ষেপও প্রয়োজন হয়।

এ ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চর্চা চলছে। অধ্যক্ষের সাসপেনশন নিয়ে শিক্ষকদের একাংশ এবং ছাত্রদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিরঞ্জন মণ্ডল আইনি পথে হাঁটেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =