নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৩১,মার্চ :: কোলকাতার চারুমার্কেটে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় শোকের ছায়া আসানসোলের বরাকরে।মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবার।
প্রসঙ্গত গতকাল শনিবার কোলকাতার চারু মার্কেটের এক অভিজাত আবাসনে অবিনাশ বাউরি নাম এক যুবকের দেহ উদ্ধার হয়। যুবকের বাড়ি আসানসোলের কুলটির বরাকর লখিয়াবাদ এলাকায় । ওই যুবক ওই অভিজাত আবাসনে পরিচারকের কাজ করতেন বলে খবর।
শেষবার হোলির সময় বাড়ি এসেছিলেন অবিনাশ। কিন্ত এবার এলো তার মৃত্যু সংবাদ। মৃত যুবকের বাবা ও মায়ের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে।