সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: সোমবার ৩১,মার্চ :: দার্জিলিং পাহাড়ে দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভাজনকে বাতিল করে দেওয়ার পরেও, আরও ক্ষমতাসম্পন্ন একটি নতুন কাউন্সিলের জন্য একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছিল ২০১১সালে।
এরপরও পাহাড়ে আলাদা রাজ্য দাবি ও পাহাড়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে একাধিকবার উতপ্ত হয়ে উঠেছে পাহাড়। ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা আসন ধরে রেখেছে বিজেপি। প্রতিবারই ভোটের সময় স্থায়ি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি। কিন্তু ভোট মিটলে তা নিয়ে সমাধান সূত্র মেলেনি।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের চর্চায় দার্জিলিং ইসু। সম্প্রতি কেন্দ্র সরকার পাহাড় সমস্যার সমাধান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে। আগামী ২রা এপ্রিল নর্থব্লকে এই আলোচনা হবে বলে জানা গিয়েছে।
শিলিগুড়িতে নব নির্বাচত জেলা সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে এসে দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত বলেন, এই আলোচনা কোন রাজনৈতিক আলোচনা নয়। কোন রাজনৈতিক দল এই আলোচনা ডাকেনি।
কেন্দ্রের সরকার এই আলোচনা ডেকেছে। নিশ্চয়ই পাহাড় নিয়ে কেন্দ্রের সরকার কিছু চিন্তাভাবনা করেছে সেই কারনে এই আলোচনা।
যারা পাহাড়কে ভালোবাসে, পাহাড়ের মানুষের উন্নয়নের স্বার্থে সবাই আলোচনাতে যোগদান করবে। তিনি বলেন আমরা চাই এই এলাকার বাসিন্দাদের মুক্তি, স্বচ্ছতা ও ভারতীয় সংবিধান স্বীকৃতি পায়। রাজনৈতিক কোন চিন্তা ভাবনা না নিয়ে আলোচনাতে অংশ গ্রহণ করে।