নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৩১,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়া সাদির দরগা জামে মসজিদে নামাজে অনুষ্ঠিত হলো মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ ঈদের নামাজ ।
অন্যদিকে সীমান্ত শহর বসিরহাটের শাহী মসজিদ আমিনিয়া মাদ্রাসা সহ একাধিক ধর্ম স্থানে মুসলিম ধর্মাম্বলি মানুষজন একটি মাস রোজা রাখার শেষে অনুষ্ঠিত হলো ঈদ।
আর এই পবিত্র ঈদ উপলক্ষে হিন্দু মুসলিম মিলনক্ষেত্রে পরিণত হলো একে অপরকে কোলাকুলি করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করল। এই উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে ঐতিহ্যবাহী ঈদের নামাজ ।