নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ৩১,মার্চ :: পশ্চিমবঙ্গ সরকারের নমঃশূদ্র ওয়েফারার বোর্ডের উদ্যোগে নদীয়া জেলার অন্তর্গত শান্তিপুরে অনুষ্ঠিত হল ‘নমঃশূদ্র লোক-সংস্কৃতি উৎসব ২০২৫ ।
প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী রাজু ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ভোলানাথ বিশ্বাস, মতুয়া গবেষক বিরাট বৈরাগ্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকগন।
এদিনের অনুষ্ঠানে মতুয়াদের উন্নয়ন নিয়ে বিশেষ আলোচলা এবং শান্তিপুর নৃসিংহপুর হরি গুরু আশ্রমের সার্বিক উন্নতির আশ্বাস ও দেওয়া হয় মঞ্চ থেকে।
তবে বারুনি মেলার সময় কেন্দ্রীয় সরকার যে আইন লাগু করেছে সেখানে তিন কোটি মতুয়া ভোটাধিকার থেকে বঞ্চিত হবে সে বিষয়েও সুর চড়িয়েছে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য।
আগামীতে ২০২৬ এর নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি। অপরদিকে এই অনুষ্ঠানের মাধ্যমে নমঃশূদ্র এবং মতুয়াদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য কি কি উন্নতি সাধন করে চলেছেন তারও আলোচনা করা হয়।
সর্বোপরি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীতে মতুয়া সমাজ এবং নমঃশূদ্র জাতির মানুষদের কিভাবে উন্নতি সাধন করা যায় তার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথাও বলা হয় অনুষ্ঠানে।