আসানসোল ইদগা সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজ পাঠ হয় ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৩১,মার্চ :: আসানসোল ইদগা সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজ পাঠ হয় । কয়েক হাজার মানুষ ইদের নামাজে অংশ নেন। উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক মন্ত্রী মলয় ঘটক ,আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন ।

আসানসোল শহরে। আসানসোল ইদগা সোসাইটির পক্ষ থেকে ক্যাম্প করা হয়। আসানসোল পুরনিগমের স্বাস্থ্য কর্মিরা সেখানে ওআরএস জল ফাস্টএইড নিয়ে উপস্থিত থাকেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে গলা মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =