নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: স্ত্রী ও দুই পুত্রের সন্ধান চেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন স্বামী ও স্ত্রীর বাবা-মা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মালম্বা বাসিন্দার সৌমেন ঘোষ । তার স্ত্রী সুস্মিতা ঘোষ। বাড়িতে দুই পুত্র এবং নিজের শ্বশুর বাড়িতে মালোম্বাতে বাবা মাকে সঙ্গে নিয়ে থাকতেন স্ত্রী সুস্মিতা ঘোষ।
কর্মসূত্রে স্বামী সৌমেন ঘোষ বাইরে থাকতেন। এরপর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সুস্মিতা ঘোষ ও তার দুই পুত্র। সৌমেন ঘোষের অভিযোগ তিনি বাসে কর্মরত থাকার কারণে নবদ্বীপে ছিলেন। সেই সময় বাড়িতে থাকা পয়সা ও সোনার গহনা সহ তার স্ত্রী এবং দুই পুত্র নিখোঁজ হয়ে যান।
বাড়িতে ছিলেন সুস্মিতার মা এবং বাবা। সুস্মিতার বাবা মেমারি থানায় লিখিত আকারে জানিয়েছেন। আকস্মিক এই ঘটনায় তারাও হতবাক। রীতিমতো এই বিষয়ে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে নিখোঁজ সুস্মিতা ঘোষের পরিবার।