নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান নগর পঞ্চায়েতের বরিশাল পাড়া এলাকায় মুড়িগঙ্গা নদী থেকে এক বৃদ্ধার অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা নদীতে মৃতদেহ ভাসতে দেখেন এবং দ্রুত নাদনঘাট থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এখনও মৃত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পিছনে দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।