অনায়াসেই এ বি এল সমবায় সমিতির ভোটে জয়লাভ করলো তৃণমূল শ্রমিক সংগঠন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৪,এপ্রিল :: অনায়াসেই এ বি এল সমবায় সমিতির ভোটে জয়লাভ করলো তৃণমূল শ্রমিক সংগঠন। বিরোধীরা কেউ মনোনয়নই জমা দিতে পারল না নির্ধারিত দুদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনগুলোতে।

দুর্গাপুরে এবিএলে সমবায় সমিতির নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছিল গতকাল। বিরোধীরা কেউই মনোনয়নপত্র জমা দিতে আসেনি ।

গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায়, এবার ১৫ টি আসনের জন্য ভোট হওয়ার কথা ছিলো ২৪ তারিখ, আজ ও আগামীকাল মনোনয়ন পত্র জমা ও তোলার দিন।

সিটু আটটি ও আইএনটিইউসি সাতটি আসনে সমঝোতা করে লড়ছে।মোট ভোটার ৬৫ জন। বিজয়ে আবির খেলে খুশির হওয়া তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + two =