একই সময়ে শিক্ষক হিসাবে চাকরিতে জয়েন স্বামী-স্ত্রীর,আর এক সাথেই চাকরি হারালেন দুইজনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: শনিবার ৫,এপ্রিল :: একই সময়ে শিক্ষক হিসাবে চাকরিতে জয়েন স্বামী-স্ত্রীর,আর এক সাথেই চাকরি হারালেন দুইজনে।উভয়েরই বৃদ্ধ বাবা মা,শিক্ষক দম্পতির উপরই নির্ভর করত পরিবার। রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন কুড়ি লক্ষ টাকা। চাকরি হারিয়ে পরিবারে কান্নার রোল।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া ও তার স্ত্রী রুবি চংদার। শান্তি হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাইস্কুলের শিক্ষকতা করতেন(ফিলোজফি) আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন (ফিজিক্স)।

শান্তির বৃদ্ধ মা পদ্মা ভুঁইয়ার দাবি সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন তা না হলে আগামী দিন কি হবে আমরা জানি না। তবে শিক্ষক দম্পতির উভয়েরই দাবী আমরা দুজনেই শিক্ষাকতায় যোগ্য।পুরো পরিবার আমাদের  সামনে কান্নায় ভেঙে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 17 =