নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চিত্তরঞ্জন :: শনিবার ৫,এপ্রিল :: সন্ধ্যার আঁধার নামতেই চিত্তরঞ্জন রেল শহরে রক্তাক্ত হয়ে উঠল একটি কোয়ার্টার্স।২৮ নম্বর রাস্তার ৪৬/২ডি বাসভবনে সঞ্চিতা চৌধুরী (৫৬) নামে এক গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা।
স্বামী প্রদীপ চৌধুরী ডিউটিতে থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে শুধু প্রাণই কেড়ে নেয়নি, লুট করেছে গয়না, উল্টে দিয়েছে আলমারি। কিন্তু হাস্যকর ব্যাপার হল, এই সব ঘটেছে পুলিশ আর আরপিএফের নাকের ডগায় যাঁরা নাকি এই শহরের ‘নিরাপত্তার প্রহরী’!
ঘটনার সূত্রপাত সন্ধ্যা পৌনে সাতটায়। সঞ্চিতার ছেলে দেবদত্ত মাকে ফোনে না পেয়ে বাবা প্রদীপকে খবর দেন। রাত আটটায় ডিউটি থেকে ফিরে প্রদীপ বাবু দেখেন, দরজা খোলা, ঘরের ভেতর তছনছ। বারান্দার দিকে রক্তাক্ত দেহে পড়ে আছেন স্ত্রী। বিছানায়, মেঝেতে, দেওয়ালে রক্তের দাগ।
গয়নার বাক্স ছড়িয়ে-ছিটিয়ে, আলমারি হাট করে খোলা। পুলিশ বলছে, ধারালো অস্ত্রে আঘাত করা হয়েছে। ঘরের অবস্থা দেখে স্পষ্ট, মৃত্যুর আগে সঞ্চিতা শেষবারের মতো লড়াই করেছিলেন। কিন্তু কোথায় ছিল সেই নিরাপত্তা, যার ওপর ভরসা করে এই শহর বাস করে? চিত্তরঞ্জন পুলিশ আর আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।