নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পলাশী :: রবিবার ৬,এপ্রিল :: গোটা রাজ্যের সাথে নদিয়ার পলাশী হাই স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী সহ মোট ১০ জন শিক্ষকের চাকুরী অনিশ্চয়তার মুখে পড়েছে। আর তাই পলাশী হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা বিশ্বাস করে না তাদের শিক্ষকরা অযোগ্য। সামনের বছর মাধ্যমিক দেবে অসংখ্য ছাত্র ছাত্রী। তাই শিক্ষকদের ছাড়া পঠন পাঠন সম্ভব না স্কুলে।
শিক্ষকদের পুনঃ বহালের দাবী তুলে এবার পথে নামল পলাশী হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে। গোটা স্কুলে শিক্ষক-অশিক্ষক মিলে ৪০ জন রয়েছে তার মধ্যে ১০ জন চাকুরি হারিয়েছেন। বাকি রইল ৩১ জন। আর এত কম সংখ্যক শিক্ষক নিয়ে স্কুল চালানো প্রায় অসম্ভব।
আর এরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে দশজন শিক্ষক ও শিক্ষাকর্মীর পুনরায় নিয়োগের দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে স্কুল থেকে পলাশী মনুমেন্ট পর্যন্ত মিছিল করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি একটাই আমরা আমাদের শিক্ষকদের ফেরত চাই।