নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৬,এপ্রিল :: রক্তের টান পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। এই পরিস্থিতিতে রক্তের যোগান দিতে রক্তদান শিবিরের আয়োজন করলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর মালদা জোনাল কমিটি।
মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো প্রয়োজন, এই বার্তা দিতে অথিতিদের হাতে ছোট টব সহ বিভিন্ন ধরনের গাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।