নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৬,এপ্রিল :: এবিএল এর এমপ্লয়েজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড, এর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। এই সমবায় ১২ টি আসন রয়েছে ও ১৪৯ জন ভোটার।
চলতি মাসের ৪ঠা ও ৫ই এপ্রিল মনোনয়নপত্র তোলার ও দাখিলের সময়সীমা করা হয়। এই দুদিন ই বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র তোলা বা জমা করতে আসেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।
এরপরই বিজয় উল্লাসে মাতে কর্মী সমর্থকরা। একে অপরকে সবুজ আবির মাখানো সাথে মিষ্টি বিলি করা হয়। প্রসঙ্গত, ২০২০ সালের এই সমবায় নির্বাচনে ২ আসন তৃণমূলের দখলে ও ১০ টি আসন সিপিএম ও কংগ্রেসের দখলে ছিল।
কিন্তু, এইবারে নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোন মনোনয়নপত্র জমা করা হয়নি। স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।