নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৬,এপ্রিল :: শনিবার আসানসোল জেলা হাসপাতালের চত্বরে উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময়ে একবেলা পেট ভরে খাবারে রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন।
এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস , মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং ৮৫ নম্বরের কাউন্সিলার কল্যাণী রায় সহ আরো অনেকে।
হাসপাতাল চত্বরে এরকম প্রকল্পের জন্য সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা। মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সাথে সাথে এই ক্যান্টিনে প্রথম দিনে খেতে আসা সাধারণ মানুষের সাথে বসে মধ্যাহ্নভোজন করেন।
এ দিনের মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, ডাল, পাঁচমিশালী তরকারি ও সিদ্ধ ডিম।
অনুষ্ঠান চলাকালীন মলয় ঘটক নিজের হাতে এই ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে নিজের হাতে খাবার পরিবেশন করেন।