নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৬,এপ্রিল :: রামনবমী,তাই সালানপুর ব্লকের সামডি বাথানডাঙ্গ থেকে মুক্তাইচন্ডী সদরদার পর্যন্ত এক অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সামডি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে।
যেখানে নগরকীর্ত্তন ও জয় শ্রী রামের ঝাণ্ডা সহ রাম,সীতা, লক্ষণ ও বজরংবলীর পোশাক ধারণ করে শোভাযাত্রার প্রথম সারিতে হাঁটতে দেখা যায়।
দেখা যায় মহিলাদের নগর কীর্ত্তন করতে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী স্বপন মণ্ডল তিনি জানান ভগবান রাম তিনি শান্তির বার্তা দিতেন।তারই ধারাবাহিকতায় আমার নগর কীর্ত্তনের মধ্য দিয়ে এক শোভাযাত্রার আয়োজন করেছি।