নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৬,এপ্রিল :: অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি গেল এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের শ্যামপুর মোড়ে।
প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধ হটাতে এলে কোকওভেন থানার পুলিশের সাথে শুরু হয় বচসা। যাকে ঘিরে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এসএফআইয়ের জেলা সভাপতি সুদীপ তুরি বলেন,”দুর্নীতিবাজদের আড়াল করার জন্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার। যার মাসুল গুনতে হল যোগ্যদেরও।
তারই বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন, অবরোধ। তারই প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করলাম। ভবিষ্যতে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে।