সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৬,এপ্রিল :: আজ রামনবমী, গোটা দেশ গোটা রাজ্য পাশাপাশি শহর শিলিগুড়ি উৎসবমুখর। এদিন সকাল থেকেই শিলিগুড়ির প্রধান জনপদ বিধান রোড সেবক রোড হিলকার্ট রোড এ মানুষের জন সমাগম। রামনবমী উপলক্ষে আনন্দ মুখর বাতাবরণ গোটা শহর জুড়ে।
বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে লক্ষ্য করা যাচ্ছে জনসমাগম। বিভিন্ন শোভাযাত্রা রামনবমী উপলক্ষে শহরের প্রধান জনপদ গুলিতে লক্ষ্য করা যায়। এই শোভাযাত্রা গুলিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পথ চলতি মানুষের জন্য পানীয় জল ও শরবতের ব্যবস্থা করেছে । পাশাপাশি প্রশাসনকে যথেষ্ট সতর্ক থাকতে দেখা যায়।