শ্রীরামচন্দ্রের মন্দিরের ভূমিপূজন ও শিলান্যাসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: সোমবার ৭,এপ্রিল :: সনাতনী সংস্কৃতি মেনে ও পবিত্র বেদ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নন্দীগ্রামের সোনাচূড়ায় পবিত্র রাম জন্মভূমির আদলে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের ভূমিপূজন ও শিলান্যাসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রায় চার বিঘা (১.৫ একর) জমির ওপর এই মন্দিরটি তৈরি হবে। রবিবার আনুষ্ঠানিক ভাবে এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নন্দীগ্রাম আন্দোলনের প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি’র স্ত্রী কল্পনা মাইতি।

রাম নবমী উপলক্ষ্যে সোনাচূড়ার শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের হয়। আজ নন্দীগ্রামের একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 7 =