নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: সোমবার ৭,এপ্রিল :: মায়াপুরে যাওয়ার পথে নৌকা থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর,সন্ধান পেতে নামানো হল ডুবুরি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নবদ্বীপ ও মায়াপুর ফেরিঘাটের মাঝে ভাগীরথী নদীতে,নিখোঁজ ছাত্রীর নাম বর্ণালী দাস(১৯),বাড়ি নবদ্বীপের বনিকনগর এলাকায়।
সূত্রের খবর রবিবার বিকেলে সাইবার কাফেতে যাবে বলে বেরিয়ে ছিল দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী বর্ণালী দাস,সেখান থেকে সোজা পৌঁছে যায় নবদ্বীপ ফেরিঘাটে|
এরপর মায়াপুরগামী নৌকায় ব্যাগ রেখে ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় ঐ কলেজ ছাত্রী,বিষয়টি বুঝতে পেরে যাত্রী বোঝাই নৌকা সহ অন্য একটি নৌকা নিয়ে ওই ছাত্রীর খোঁজে বেরিয়ে পড়ে মাঝিরা।
কিন্তু তার কোন সন্ধান পায়নি মাঝিরা। জানা যায়,বর্ণালী দাস নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল,পরে ওই ছাত্রীর ব্যাগটি মায়াপুর ফাঁড়িতে জমা দেন ফেরিঘাট কর্তৃপক্ষ|
সেখান থেকে ঠিকানা পেয়ে পরিবারকে খবর পাঠায় পুলিশ,আজ ওই ছাত্রীর খোঁজ পেতে ভাগীরথী নদীতে খোঁজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।