নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৭,এপ্রিল :: গত শুক্রবার বসিরহাট মহকুমার মাটিয়া থানার গাংআটি গ্রামে দুই শিশু বাড়ি চত্ত্বরে বল নিয়ে খেলা করছিল। ওই সময়ে তাদের মধ্যে বল নিয়ে কাড়াকাড়িকে কেন্দ্র করে বচসা হয়।
পাশেই কাকা কামারুল জামান কুড়ুল নিয়ে কাঠ কাট ছিল হটাৎই সে শিশু আমিনুরের মাথায় কুড়ুলের কোপ মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দশ বছরে ভাইপো আমিনুর জামানের। এই ঘটনার পর কাকা কামরুল জামান এলাকা ছেড়ে পালায়।
আজ সকালে কামারুল জামান কে হাড়োয়া থানার ধর্মতলা মোড় থেকে মাটিয়া থানার পুলিস গ্রেফতার করে। আজ দুপুরে তাকে সাত দিনের পুলিসি হেফাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।