হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে কাপাসডাঙ্গা বালিচক্র মাঠের সামনে থেকে অস্ত্র হাতে শোভাযাত্রা বের হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাপাসডাঙ্গা :: মঙ্গলবার ৮,এপ্রিল ::   হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে কাপাসডাঙ্গা বালিচক্র মাঠের সামনে থেকে অস্ত্র হাতে শোভাযাত্রা বের হয়। গতকাল একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর, আজ আবারও আয়োজন করা হয় এই ধর্মীয় শোভাযাত্রার।

আজকের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ। তিনি জানান, গতকালের শোভাযাত্রায় পুলিশ যে অস্ত্র কেড়ে নিয়েছিল, তা নিয়ে তারা আপত্তি জানান। তাঁর কথায়, “ওগুলো আমরা অস্ত্র বলি না, সস্ত্র বলি। নিজেদের আত্মরক্ষার জন্যই আমরা এই সস্ত্র নিয়ে বেরিয়েছি।”

তিনি আরও বলেন, “যেভাবে বহু দেবদেবীর হাতে অস্ত্র থাকে – তা নিধন, অর্থাৎ অশুভ শক্তির বিনাশের প্রতীক। ঠিক তেমনই এই সস্ত্র আমাদের আত্মরক্ষার প্রতীক হিসেবেই ব্যবহৃত হচ্ছে।”

শোভাযাত্রাটি ঘিরে এলাকায় ছিল কড়া নিরাপত্তা, এবং পুলিশ প্রশাসন ছিল সক্রিয় ভূমিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =