সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,এপ্রিল :: অবৈধ নির্মাণ ভেঙে ফেলার ব্যাপারে সোচ্চার হয়েছে শিলিগুড়ি পুর নিগম। এবার অবৈধভাবে দখল করে থাকা রাস্তা দখলমুক্ত করতে নামলো শিলিগুড়ি পুর নিগম।
প্রসঙ্গত এদিন ভুটিয়া মার্কেট সংলগ্ন রাস্তায় অবৈধভাবে দখল করে থাকা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রসঙ্গত ওই এলাকা যানজট মুক্ত করতে এমন অভিযান। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন ভুটিয়া মার্কেটের রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট ভেঙে দেয় শিলিগুড়ি পুরো নিগম।