নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বুধবার ৯,এপ্রিল :: আসন্ন কঙ্কালীতলার পুজোকে কেন্দ্র করে আজ পবিত্র কুণ্ড থেকে পঞ্চশিব উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হল কঙ্কালীতলার ঐতিহ্যবাহী উৎসবের।
শান্তিনিকেতন থানার অন্তর্গত কংকালী পঞ্চায়েতের কঙ্কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন প্রচুর ভক্তবৃন্দ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এই স্থানেই দেবী কঙ্কালীর কাঁকাল পতিত হয়েছিল, যার স্মৃতিবাহী সেই কুণ্ডর মধ্যেই যুগ যুগ ধরে বিরাজ করছেন পঞ্চশিব।
সেই পবিত্র কুণ্ড থেকে পরম শ্রদ্ধার সঙ্গে পঞ্চশিবকে উত্তোলন করে মন্দিরের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠা করা হয়। পূজা-অর্চনা, হোম-যজ্ঞ এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় এই আধ্যাত্মিক আয়োজন।