নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৯,এপ্রিল :: বিয়ের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় বসে পড়লেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাতালহাট এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামজুড়ে।
অভিযোগ, ওই যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায়ের ছেলের সঙ্গে। যুবতীর দাবি, তাদের মধ্যে বিয়েও হয়েছে এবং শারীরিক সম্পর্কও ছিল। কিন্তু এখন সেই সম্পর্ক অস্বীকার করছে পরিবারটি। বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না মেলায় অবশেষে বিচার চেয়ে ধরনায় বসেন তিনি।
সূত্রের খবর, যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারী সংলগ্ন এলাকায়। প্রায় দু’ঘণ্টা ধরে চলা ধরনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে পুলিশ অবশেষে যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে ফাঁসিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টাই চলছে।” ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় মহলে। তদন্তে নেমেছে পুলিশ।