নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: রাতের অন্ধকারে একটি লরি থেকে ব্যাটারি খুলে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁকসার পানাগড় গ্রামের নাড়া শিবতলা এলাকায়।বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লরি থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় চোর।সিসিটিভিতে ধরা পরেছে চুরির ঘটনা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লরির মালিক জানিয়েছেন,সকালে তিনি দেখেন লরি থেকে ব্যাটারিটি চুরি গেছে।
পানাগড় মোর গ্রাম রাজ্য সড়কের ধারেই বাড়ির সামনে লরি টি দাঁড় করানো ছিলো।রাতে ওই রাস্তা দিয়েই ঘন ঘন পুলিশের গাড়ি টহল দেয়। তার পরে কিভাবে চুরি সেই নিয়েই হতাশ গাড়ির মালিক।
কাঁকসা থানায় গাড়ির ব্যাটারি চুরি হওয়ার অভিযোগে জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় যে ছোট গাড়িতে করে ব্যাটারি চুরি করতে আসে।সেই গাড়ির নম্বর জানা সম্ভব হয় নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ