নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের সেরা বসিরহাটের দশ বছরের বালক মোহম্মাদ জাহির মন্ডল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিগড়ের ১০ বছরের বালক জাহিরের বাবা পেশায় রাজমিস্ত্রি।
সংসারে আর্থিক অভাব থাকলেও ছোট থেকে নিজের প্রচেষ্টাও দক্ষতায় কোন প্রশিক্ষণ ছাড়া নিজেকে নিজেই তৈরি করেছে ছোট্ট জাহির। জাহির বাড়ি ফিরতেই ফুল মিষ্টি দিয়ে বরন করে নিলেন এলাকার মানুষ। সংবর্ধনায় ভাসিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি থেকে ব্লক প্রশাসনবসিরহাটের ভ্যাবলা গাছার আটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র জাহির৷ রাজ্য প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় লং জাম্প বিভাগে ৪.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে বছর দশেকের এই বালক।
দুঃস্থ পরিবারের এই প্রতিভাময় খেলোয়াড় জাতীয় ও আগামীদিনে অলিম্পিক স্তরে খেলাধুলো করতে চায়। কিন্তু পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি তার প্রশিক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে।