নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান জেলার পিয়ারি নগর। ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নবদম্পতি। জল থেকে উদ্ধার হয় সেই দেহ।
জানা গেছে,সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গঙ্গায় ঝাঁপ দেন গৃহবধূ আয়েশা খাতুন। স্ত্রীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন স্বামী মনসুর শেখ-ও। নৌকা মাঝিদের তৎপরতায় মনসুর শেখকে জীবিত উদ্ধার করা গেলেও, তাঁর স্ত্রী নিখোঁজ ছিলেন । একপ্রকার স্তব্ধ হয়ে যায় কালনা খেয়াঘাট সংলগ্ন এলাকা।
ভাগীরথী নদীতে ভেসে ওঠে নিখোঁজ আয়েশা খাতুনের মৃতদেহ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বড় পলাশন গ্রামের বাসিন্দা মনসুর শেখের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয়েছিল আয়েশার।
সোমবার মনসুর তাঁর দিদিকে নিয়ে স্ত্রী সহ শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে বাড়িতে ফোন রেখে আসা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। সেই অশান্তির জেরেই আয়েশা নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছেন স্বামী মনসুর শেখ। এদিন মৃতদেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতাল হয়ে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।