নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: প্রেমিকাকে অতিরিক্ত সন্দেহ প্রেমিকের। আর এই নিয়ে কলেজ ছাত্রী প্রেমিকার উপর মানসিক অত্যাচার প্রেমিকের। পরিনতি মৃত্যু। আজ সকালে ঘরের ভেতর থেকে কলেজ ছাত্রী প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার। মালদহের ইংরেজ বাজার পৌরসভার নিবেদিত পার্ক এলাকার ঘটনা।
মৃতার মাসী :: অভিযোগ মানসিক অত্যাচারেই আত্মহত্যা করেছে দিয়া
জানা গেছে মৃত কলেজ ছাত্রীর নাম দিয়া মন্ডল। মালদহ গৌড় কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিল দিয়া। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, ঝলঝলিয়া এলাকার এক যুবকের সাথে প্রেম করত ওই কলেজ ছাত্রী।
কিন্তু ওই যুবক খুব সন্দেহ করত তাকে। মানসিক অত্যাচারও করা হত। আর তা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে তাদের পরিবারের মেয়ে বলে অভিযোগ।