নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: অমৃত ভারত প্রকল্পের অধীনে পূর্ব বর্ধমানের কালনা স্টেশনে চলমান ডেভেলপমেন্ট প্রকল্প পরিদর্শনে এলেন বৃহস্পতিবার ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর।
এদিন তিনি স্টেশনে পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন ও খতিয়ে দেখেন কাজের অগ্রগতি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর বলেন,
“অমৃত ভারত স্কিমে কালনা স্টেশনের উন্নয়নের কাজ দুই পর্যায়ে হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। আগস্টের মধ্যে মূল কাজ শেষ হবে বলে আশা করছি। তবে ফুট ওভার ব্রিজের নির্মাণে কিছুটা সময় বেশি লাগবে”।
স্টেশন চত্বরে রেলের জমিতে বসবাসকারী বস্তিবাসীদের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।