নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ১১,এপ্রিল :: ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলও সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারীর সাতগেছিয়াতে ।
বৃহস্পতিবার এই প্রতিবাদ কর্মসূচিটির অনুষ্ঠিত হয়। বেদখল হয়ে যাওয়া আদিবাসীদের জমি পুনরুদ্ধারই ছিল মূল দাবি। এই দাবি নিয়ে এদিন প্রতিবাদের সোচ্চার হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের ময়দানের কাছ থেকে মিছিলটি শুরু হয় কালনা বর্ধমান ও মেমারি মন্তেশ্বর রোড পরিক্রমণ করে মেমারি রোডের সিনেমা হল সংলগ্ন জায়গায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে প্রশাসনের তরফ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পান বলে জানা গেছে সূত্র মারফত।
যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি ছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি বিজয় চন্দ্র সরেন,মুলুক পরগনা মিলন কিস্কু, বিসান মান্ডি, রবীন্দ্র নাথ মুর্মু, খোকন সরেন, বাপি মান্ডি, তলাটা পারগানা দেবী মান্ডি, বিকাশ মুদি, প্রশান্ত সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আরো অনেকে।