নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শুক্রবার ১১,এপ্রিল :: আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্দ্যোগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো প্রশাসনিক রিভিউ মিটিং। এই মিটিং এ উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার , মন্ত্রী বেচারাম মান্না; মাননীয় বুলুচিক বরাইক; মাননীয়া শিউলি সাহা।
পি. উলগানাথান, আইএএস ও সেক্রেটারি; কুহুক ভূষণ , আইএএস ও সিইও; সন্তোষা গুব্বী রামচন্দ্রন, আইএফএস ও এম.ডি.; ডি. এম. শামা পারভিন, আইএএস এবং পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিব, আতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এডিএম, এসডিও সব অন্যান্য কর্তা ব্যক্তিরা।
এই জলপাইগুড়ি জেলার সভাধিপতি মাননীয়া কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদ সহ অন্যান্য গণ্যমান্য প্রতিনিধিরা, সবকটি ব্লক থেকে আগত বিডিও, সভাপতি এবং সমস্ত পঞ্চায়েত থেকে আগত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিরা।