পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এবার ডবল চাকরি চুরির অভিযোগ করল ভূমি দাদারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ১১,এপ্রিল :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেন অথচ সেই রাজ্যের এবং সেই দলেরই উপ প্রধানের বিরুদ্ধে এবার ডবল চাকরি চুরি করার অভিযোগ করল পিএইচই দপ্তরে দান করা ভূমি দাতারা।

চাকরির দাবিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহ হচ্ছে না বলে দাবি করেছেন উত্তর পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের দুই ভূমিদাতা।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পি এইচ ই দপ্তরে গত বছর তিনের আগে জলের রিজার্ভার ট্যাংক তৈরি করার জন্য দুই ভূমি দাতা দুই বিঘা জমি দান করেছিল।

সেই সময় তাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে সমস্ত ভূমিদাতা এক বিঘা করে জমি দান করবেন তাদের দুটি করে চাকরি দেওয়া হবে। সেইমতো তাদের জমি নেওয়ার পর জলের রিজার্ভার ট্যাংক তৈরি করা হচ্ছে। কিন্তু চাকরি দেওয়া হয়েছে একজনকে।

আর আর একটা চাকরি ভূমি দাতাদের না দিয়ে এই হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা তার ছেলে আজহারউদ্দিন মোল্লা ও তার এক অনুগামীকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।

সন্দেশখালি বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের একেবারেই ঘনিষ্ঠ এই আব্দুল কাদের মোল্লা, তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কাজ করেছে বলে দাবি। অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক না হলে চুক্তি অনুযায়ী দুটো করে চাকরি দেওয়া হোক।

তাদের চাকরির বদলে কেন উপ প্রধানের ছেলে ও তার অনুগামী চাকরি করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই হাটগাছি এলাকার দুই ভূমিদাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =