নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১১,এপ্রিল :: শুক্রবার সকালে পুরাতন মালদার বুলবুলি মোড়ে চায় পে চর্চায় এলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। এদিন প্রথমে দলীয় নেতা কর্মীরা দিলীপ ঘোষকে সংবর্ধনা জানান ।
দিলীপ ঘোষ ছাড়াও সঙ্গে ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও নগর মণ্ডলের নেতা নেত্রীরা। পরবর্তীতে চায়ের চর্চার মধ্যে দিয়ে আলোচনা করেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার কে তীব্র তুলোধোনা করেন। চাকরি হারাদের নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন তিনি।
তিনি বলেন ব্রাত্য বসুর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের কোনও গুরুত্ব নেই। এখন যা করবে আদালত। দিল্লিতে গিয়ে আন্দোলন করেও কোনও লাভ হবে না। কারণ এটা দিল্লি সরকারের কোনও ব্যাপার নয়। যোগ্য অযোগ্যদের তালিকা কেন রাজ্য প্রকাশ করছে না প্রশ্ন দিলীপের। শিক্ষামন্ত্রী এতদিন কি করছিলেন?