নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১১,এপ্রিল :: বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ার প্রতিবাদে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস ও পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল।
মিছিলটি দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয়ে এডিডিএ তে শেষ হয়। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন সারা বাংলা জুড়ে নৈরাজ্যের চক্রান্ত চলছে|
এই ষড়যন্ত্রের শিকার ২৬০০০ শিক্ষক শিক্ষিকা তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য সেই ভাই-বোনদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তাদের জন্যই আজ এই মিছিল।
এফেক্ট এর কোন গল্প নেই চাকরি চাই এদেরকে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মানুষের চাকরি চাই। মমতা বন্দোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার মুখে হাসি ফোটাবার |
তাই যদি কেউ ভেবে থাকে বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে তাদের বলি বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে l