নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শুক্রবার ১১,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ স্বরূপনগরের দত্তপাড়ায় শুট আউটে মৃত্যু হয় সরুপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের এশারুল মন্ডল।সেই ঘটনার পুলিশ তদন্তে নেমে বসিরহাট এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করলো স্বরূপনগর থানা পুলিশ।ধৃতদের আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা করল ধৃত তিন ব্যক্তিকে।
ধৃতদের নাম-অভ্রজ্যোতি ঘোষ,অনুপম সানা ও রাহুল দে। ইতিমধ্যে পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে ওই শুট আউটের ঘটনা কেন দুষ্কৃতীরা ঘটালো।