নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১১,এপ্রিল :: কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হন পশ্চিম বর্ধমান জেলার আরতি গ্রামের ইসলাম সম্প্রদায়ের মানুষজন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরে আরতি গ্রামের জামে মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমগ্র আরতি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে আরতী গ্রামের তিনটি মসজিদের সদস্যরা শামিল হন।
হাজার খানেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে পা মেলান। মসজিদের ইমামরা জানান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।