অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ১২,এপ্রিল :: অন্যান্য দিনের মতো স্কুল শুরু হয়েছিল। ছাত্র-ছাত্রীরা নিজস্ব ক্লাসরুমে ছিল এমন সময় হঠাৎ বিক্ষোভ শুরু হয়ে যায় অভিভাবকদের। মূলত নদীয়ার নবদ্বীপ অঞ্চলের আনন্দবাস এলাকায়, আনন্দবাস প্রাথমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুকান্ত সুরের বিরুদ্ধে স্কুল পরিচালনার সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

তিনি বেশ কিছুদিন এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন।অভিযোগ, সেই সময় স্কুলের ভবন নির্মাণ, মিড ডে মিল, ইলেকট্রনিক কাজের জন্য দুর্নীতি করেন। পরবর্তীতে ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে স্কুলের ইলেকট্রিক লাইন কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর।

এই বিষয়ে সমস্ত অভিভাবকরা বর্তমান প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকারের কাছে জানতে চাইলে নিরঞ্জন বাবু জানান, আগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে হিসাব বুঝিয়ে দেয়নি উপরন্তু টাকা‌ ফেরৎ চাইলে তাকে ভয় দেখায় বলেও অভিযোগ। অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছ থেকে এসব জানতে পেরে অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়।

সমস্ত অভিযোগ সুকান্ত বাবু অস্বীকার করেছেন। উপরন্তু তিনি বলেন আমি স্কুলের সমস্ত কাগজপত্র ও টাকা পয়সা তাকে বুঝিয়ে দিয়েছি। এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের স্বার্থে সুকান্ত সূরকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তারপরে বিক্ষোভ প্রশমিত হয় আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =