নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ১২,এপ্রিল :: ঘাটালের ওই ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ মন্ডল সোক চেম্বার তৈরী করছিলেন। অভিযোগ দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস যুব নেতা সুরজিৎ ঘোষ ঘটনাস্থলে এসে হুমকি দেয় এবং এক শীর্ষনেতার নাম উল্লেখ করে জানতে চায় কার অনুমতিতে তিনি এই কাজ করছেন।
কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সন্ধ্যায় তৃণমূলের লোকাল পার্টি অফিসে দেখা করতে বলেন সুরজিৎ। সেইমতো বিশ্বনাথ বাবু সন্ধ্যায় দু নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর তাকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তার পুত্র জয়ন্ত মন্ডলের অভিযোগ হুমকির জন্য এই রাস্তা বেছে নিলেন বাবা। প্রত্যক্ষদর্শী অর্থাৎ চেম্বার তৈরীর সময় যে মাটি তোলার কাজ করছিলেন সে বলেন কাজ চলাকালীন সুরজিত আসে হাতে ফোনে কেও তাকে কিছু নির্দেশ দেয়।
সেইমতো কাজ বন্ধ রেখে পার্টি অফিসে দেখা করা কথা বলে সেখান থেকে চলে যায় সুরজিৎ।এই বিষয়ে থানায় এফআইআর করেছেন বলে জানান ছেলে জয়ন্ত। দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, তিনি এলকায় খোঁজ নিয়েছেন।থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথাও বলছেন।ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন ঘাটালের বিধায়ক।