নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১৩,এপ্রিল :: সালানপুর থানার অন্তর্গত সামডি কোলিয়ারি এলাকায় সামডি এন এইচ এস কলোনির কোয়াটারের ছাদের চাঙর ভেঙে পড়ে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা।
জানাযায় ২৪/১৮৬ নম্বর কোয়ার্টার এর বাসিন্দা মধু মুচি বাড়ির বিছানায় শুয়ে ছিল কিছুক্ষন পর বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যান আর ঠিক আচমকাই ছাদের চাঙর ভেঙে পড়ে তার বিছানার উপর।
সামডি কোলিয়ারির দুর্ঘটনা পীড়িত মধু মুচি
বিকট আওয়াজ হয় সেই আওয়াজ শুনে তিনি বাথরুম থেকে ছুটে আসেন এবং ছুটে আসেন পাশের রুমে থাকা তার স্ত্রী সহ পুত্রবধু।
এরপরেই আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবী স্বপন মন্ডল।সেখানে পৌঁছে তিনি ইসিএল এর আধিকারিকদের খবর দিলে খবর পেয়ে ইসিএল ম্যানেজমেন্টের এক আধিকারিক এসে সমস্ত দিক ঘুরে দেখেন। তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই কোয়াটার গুলিতে রিপেয়ারিং এর কাজ শুরু হবে।