নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: রবিবার ১৩,এপ্রিল :: ওয়াকাফ আইন বাতিল করতে হবে, সারা ভারতের পাশাপাশি এই দাবিতে ইসলামপুর ব্লকের কমলাগাও সুজালি অঞ্চলের হাজি মোড় থেকে শুরু করে চিল্লাখানা অবধি এক বিক্ষোভ মিছিল করেন সুজালির মুসলিম সম্প্রদায়।
সুজালি ইসলামিক কমিটির উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। সুজালী হাজী মোড় এলাকা থেকে মিছিল শুরু করে বেলঝারি,রাজবোল মোড় হয়ে চিল্লাখানায় এসে শেষ হয়। এই মিছিলে হাজার হাজার মানুষ এসে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সুজালী অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার, মাইনোরিটি প্রেসিডেন্ট খালেক সহ সুজালী ইসলামিক কমিটির প্রেসিডেন্ট ও সদস্যরা।
যদি এই আইন বাতিল না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে সরকারের পতন হয়েছিল ঠিক একইভাবে ভারত সরকারের পতন হওয়ার হুঁশিয়ারিও দেন।