নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রবিবার ১৩,এপ্রিল :: আকাশে বৃষ্টি নেই, চারদিকে খরতাপ। এরই মাঝে হুগলি জেলার আম চাষিরা পড়েছেন চরম বিপাকে। আবহাওয়ার খামখেয়ালীর কারণে আম ফলনে দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। এতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে জেলার হাজার হাজার আম চাষি ও আম ব্যবসায়ীদের।
চাষিরা জানাচ্ছেন, গাছে মুকুল ধরলেও তা আম বড় হওয়ার পর বেশিদিন থাকছে না। ঝরে পড়ছে অকালেই। নিয়মিত ওষুধ ব্যবহার সত্ত্বেও গাছের কোনো উন্নতি হচ্ছে না। অনেক গাছই শুকিয়ে যাচ্ছে, ফলন একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। গাছে মৌ ধরে, কালো স্পট পড়ে যাচ্ছে আম ও আম পাতায়।
শুধু চাষিরাই নয়, এই অবস্থায় মাথায় হাত পড়েছে আম ব্যবসায়ীদেরও। তারা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাজারে আমের জোগান মারাত্মকভাবে ব্যাহত হবে, যার প্রভাব পড়বে দামেও।
ক্রেতারাও এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন। এই অবস্থায় আকাশে বৃষ্টির দেখা না মিললে হুগলির আম চাষিদের দুর্দশা আরও গভীর হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।