নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে এলো এক ব্যক্তির বিরুদ্ধে। ওই অভিযুক্তকে গ্ৰেফতার করে অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৩,এপ্রিল :: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে এলো এক ব্যক্তির বিরুদ্ধে। ওই অভিযুক্তকে গ্ৰেফতার করে অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার গলসীর আদ্রাহাটি পঞ্চায়েত এলাকায়।

অভিযোগ পেয়ে এই ঘটনায় তদন্তে নামে গলসী থানার পুলিশ। অভিযুক্ত কে চিহ্নিত করতে স্কেচ- আর্টিস্টের সাহায্যে নেওয়া হয়। নাবালিকার বর্ণানা অনুযায়ী কলকাতা থেকে আসা স্কেচ-আর্টিস্ট অভিযুক্তর স্কেচ তৈরী করে। সেই স্কেচ ব্যবহার করে মিঠুন বর্মন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে গলসী থানার পুলিশ।

ধৃতের বয়স ৩০বছর ।বাড়ি পূর্ব বর্ধমান‌ জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্ৰাম জয়কৃষ্ণপুর এলাকায়।
ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ এপ্রিল সকালে নাবালিকা বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় স্থানীয় এক রাইস মিলের কাছে নির্জন জায়গায় তার পথ আটকায় এক অপরিচিত ব্যক্তি। নাবালিকাকে জোর পূর্বক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে ওই ব্যক্তি।

এরপরে নাবালিকাকে চুপ থাকতে বাধ্য করে ভয় দেখায় অভিযুক্ত ৷ মেয়েটি বাড়িতে গিয়ে সব কথা খুলে বললে, পরিবারের পক্ষ থেকে গলসী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নাবালিকার শারীরিক পরীক্ষার করা হয় এবং শিশু সুরক্ষা কমিটির সহায়তা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =